Wellcome to National Portal
Main Comtent Skiped

প্রকল্প

১. উচ্চ মাধ্যমিক পর্যায়ে ছাত্রী উপবৃত্তি প্রদান প্রকল্প (এইচএসএফএসপি)

   এই প্রকল্পের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত ছাত্রীদের মধ্য হতে ৪০% দরিদ্র ছাত্রীকে মার্সিক নির্ধারিত হারে উপবৃত্তি প্রদান করা হয়। বছরে ২ কিস্তিতে 

  (৬  মাস অন্তর) উপবৃত্তি বিতরন করা হয়।

 

২. সেকেন্ডারী এডুকেশন স্টাইপেন্ড প্রজেক্ট (এসইএসপি)ঃ

   ই প্রকল্পের মাধ্যমে মাধ্যমিক পর্যায়ে (৬ষ্ঠ হতে ১০ম শ্রেনী পর্যন্ত) অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য হতে ৪০% (৩০% ছাত্রী ও ১০% ছাত্র) দরিদ্র শিক্ষার্থীকে মার্সিক   

  নির্ধারিত হারে উপবৃত্তি প্রদান করা হয়। বছরে ২ কিস্তিতে (৬ মাস অন্তর) উপবৃত্তি বিতরন করা হয়।

 

৩. টিচিং কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রজেক্ট (টিকিউআই)ঃ

   এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার গুণগত মানোন্নয়নে মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষককে পেশাগত ও বিষয় ভিত্তিক প্রশিক্ষন দেওয়া হয়।

 

৪. সেকেন্ডারী এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্টঃ

   এই প্রকল্পের মাধ্যমে মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদেরকে এসবিএ ও সৃজনশীল পদ্ধতি বাস্তবায়ন সম্পর্কে পর্যাপ্ত প্রশিক্ষনের ব্যবস্হা করা হয়।